বিবাহিত প্রতিবেশীকে ফ্লায়িং কিস দিয়েছিল এক যুবক। এতে হেনস্তার অভিযোগ তোলেন ভুক্তভোগী নারী। যার জেরে জেলে যেতে হলো তাকে। ঘটনাটি ভারতের পাঞ্জাবের মোহালির ফেজ এগারোর। পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যম জানায়, অভিযুক্ত যুবকের নাম বিনোদ। সে যে আবাসনে থাকে, সেই আবাসনেই বাস অভিযোগকারিণীর।
স্বামীর সঙ্গে একটি ফ্ল্যাটে থাকেন তিনি। একেবারে ওপরের তলায় ফ্ল্যাট বিনোদের। যেতে আসতে মাঝেমধ্যেই তাকে দেখে আপত্তিকর মন্তব্য করতেন বিনোদ। স্বামীর চোখ এড়িয়ে অশালীন ইঙ্গিতও করত। একপর্যায়ে ফ্লায়িং কিসও দেয় বিনোদ। আর এমন আচরণে বিরক্ত হয়ে গোটা ঘটনা স্বামীকে জানান নারী। তারপর দু’জনে ফেজ এগারো থানায় বিনোদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে বিনোদকে গ্রেপ্তার করে পুলিশ। মোহালির একটি আদালতে তোলা হলে তাকে তিন বছরের জেল ও তিন হাজার টাকা জরিমানা করা হয়। তবে বিনোদের পালটা দাবি, ওই দম্পতি তাকে মারধর করেছেন। এ নিয়ে থানায় অভিযোগও করেন। কিন্তু বিনোদের অভিযোগের পক্ষে কোনো প্রমাণ পায়নি পুলিশ।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।