মেয়ে সেজে পালানোর সময় কয়েদি ধরা (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ৫ই আগস্ট ২০১৯ ০৫:৪৭ অপরাহ্ন
মেয়ে সেজে পালানোর সময় কয়েদি ধরা (ভিডিও)

নিজের ১৯ বছর বয়সী মেয়ের ছদ্মবেশে কারাগার থেকে পালানোর চেষ্টা করে ধরা খেয়েছে ব্রাজিলের একটি অপরাধী চক্রের প্রধান। সম্প্রতি ক্লাওভিনো ডে সিলভা নামের ওই অপরাধীর একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। শনিবার পরচুলা, রাবারের মাস্ক ও গোলাপি রঙের টি-শার্ট পরে কারাগার থেকে পালানোর চেষ্টা করেন তিনি।

সে সময় তিনি নিজের বদলে তার মেয়েকে কারাগারে রেখে যান। তার মেয়ে তাকে কারাগারে দেখতে এসেছিলেন। সেই সুযোগেই পালানোর চেষ্টা করেছিলেন ওই অপরাধী। কিন্তু মেয়ে সেজে পালানোর চেষ্টা করেও সফল হতে পারেননি ওই অপরাধী। কর্মকর্তারা তার ছদ্মবেশ ধরে ফেলেন। গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিজের মেয়েকে কারাগারে রেখেই পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন ক্লাওভিনো।

রিও রাজ্যের কারা কর্তৃপক্ষ একটি ভিডিও প্রকাশ করেছে। এতে ক্লাওভিনোকে তার পরচুলা, মাস্ক এবং কাপড় খুলতে দেখা যায়। ব্রাজিলের একটি শক্তিশালী অপরাধী দলের প্রধান ছিলেন ক্লাওভিনো। তাকে এখন অতিরিক্ত নিরাপত্তাবেষ্টিত কারাগারে স্থানান্তর করা হবে। একই সঙ্গে তাকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে বলেও উল্লেখ করেছে কর্তৃপক্ষ।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব