পিলখানা হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ ১৫ জনকে ডেকেছে তদন্ত কমিশন

নিজস্ব প্রতিবেদক
মোঃ সাইফুল ইসলাম, সিনিয়র স্টাফ রিপোর্টার
প্রকাশিত: শনিবার ৮ই মার্চ ২০২৫ ০৮:০৭ অপরাহ্ন
পিলখানা হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ ১৫ জনকে ডেকেছে তদন্ত কমিশন

জাতীয় স্বাধীন তদন্ত কমিশন ২০০৯ সালের পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের বিষয়ে সাক্ষ্যগ্রহণের জন্য ১৫ জন বিশিষ্ট ব্যক্তিকে ডাকল। এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপস, সাবেক সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম, জামালপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য মির্জা আজম, সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) মঈন উ আহমেদ এবং র‌্যাবের সাবেক মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকারসহ আরও কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছেন।


কমিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী সাত দিনের মধ্যে সাক্ষ্য প্রদানের জন্য এসব ব্যক্তিদের চিঠি ও অনলাইন মাধ্যমে সময়সূচি জানানোর আহ্বান জানানো হয়েছে। ৩১ মার্চের মধ্যে সাক্ষ্যগ্রহণের কার্যক্রম শেষ করার পরিকল্পনা রয়েছে। কমিশন থেকে বলা হয়েছে, কোনো সাক্ষী যদি অসহযোগিতা করেন, তবে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


এছাড়া, সাক্ষীরা কমিশনের কার্যালয়ে হাজির হয়ে অথবা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাক্ষ্য দিতে পারবেন। এতে বলা হয়েছে, আগ্রহী ব্যক্তিরা কমিশনের মোবাইল নম্বর বা ই-মেইল ঠিকানার মাধ্যমে যোগাযোগ করতে পারবেন।


সাক্ষীরা জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের কার্যালয়ে উপস্থিত হয়ে, অথবা অনলাইনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাক্ষ্য প্রদান করতে পারবেন। সাক্ষ্য প্রদানের জন্য আগ্রহী ব্যক্তিরা মোবাইল : +৮৮০১৭১৪০২৬৮০ বা ইমেইল : [email protected]এর মাধ্যমে যোগাযোগ করতে পারবেন।


এ ছাড়া কমিশনের কার্যালয় বিআরআইসিএম ভবন, সপ্তম তলা, (সায়েন্স ল্যাবরেটরি) ড. কুদরত-ই-খুদা রোড, ধানমন্ডি, ঢাকা-১২০৫ এসেও সাক্ষী দিতে পারবেন।


বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, সাক্ষ্যগ্রহণ কার্যক্রমের উদ্দেশ্য হলো বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত সম্পন্ন করা, যা দেশবাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। কমিশন পুরোপুরি নিশ্চিত করতে চায় যে, ঘটনার বিষয়ে সঠিক তথ্য উদঘাটিত হবে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।