দহগ্রাম সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক
জেলা প্রতিনিধি , লালমনিরহাট
প্রকাশিত: মঙ্গলবার ১৪ই জানুয়ারী ২০২৫ ০৩:২৬ অপরাহ্ন
দহগ্রাম সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে আতঙ্ক

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের মুন্সিপাড়া সীমান্তে শূন্যরেখা বরাবর কাঁটাতারের বেড়া স্থাপন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গত ১০ জানুয়ারি সকালে বিপুল সংখ্যক শ্রমিক দিয়ে প্রায় দেড় কিলোমিটার দৈর্ঘ্যের বেড়া নির্মাণ করা হয়। সীমান্ত আইন অনুযায়ী শূন্যরেখা থেকে ১৫০ গজের মধ্যে কোনো স্থাপনা নির্মাণ নিষিদ্ধ থাকলেও আইন অমান্য করে এই বেড়া নির্মাণ করে বিএসএফ। 


এ সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর প্রতিবাদের মুখে নির্মাণকাজ বন্ধ রাখতে বাধ্য হয় বিএসএফ। তবে এই ঘটনা ঘিরে সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় কৃষকেরা তাদের জমিতে যেতে ভয় পাচ্ছেন। সীমান্ত সড়কে মানুষের চলাচল একেবারে কমে গেছে, যা জনজীবনে প্রভাব ফেলেছে। 


স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য ইউনুস আলী বলেন, বেড়া নির্মাণের পর থেকেই এলাকার মানুষ আতঙ্কিত। ওপারে বিএসএফ বাঙ্কার নির্মাণ করায় বিজিবির টহলও বেড়েছে। সীমান্তের পরিস্থিতি এখনো থমথমে। 


বিজিবি জানিয়েছে, সীমান্তে অতিরিক্ত নজরদারি বাড়ানো হয়েছে এবং পরিস্থিতি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে। বিজিবি ও বিএসএফের মধ্যে একটি ক্রস মিটিং হয়েছে যেখানে কোনো পক্ষকেই স্থাপনার কাজ না করার সিদ্ধান্ত জানানো হয়েছে। 


১০ জানুয়ারি সীমান্তের ৮ নম্বর ডিএএমপি পিলারের ২৩ থেকে ২৮ নম্বর উপপিলারের শূন্যরেখায় বেড়া স্থাপন শুরু করে বিএসএফ। বিজিবির বাধার মুখে কাজ বন্ধ রাখা হলেও পরবর্তীতে আবার কাজ চালানো হয়। বিএসএফ ওই স্থানে ভারী অস্ত্রসহ অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে। 


বিজিবি ৫১ ব্যাটালিয়নের সহকারী পরিচালক আমির খসরু জানান, সীমান্ত পরিস্থিতি শান্ত রাখতে ও আইন অনুযায়ী সমাধান আনতে চেষ্টা চলছে। বিজিবি সার্বক্ষণিক টহল বাড়িয়ে সীমান্তে নজরদারি অব্যাহত রেখেছে। 


এই ঘটনাকে কেন্দ্র করে দহগ্রাম ইউনিয়নের মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে। সরকারের প্রতি তাদের দাবি, সীমান্ত আইন লঙ্ঘনের বিষয়টি দ্রুত সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক।