কাউখালীতে ছাগল খামার ও নার্সারিতে স্বপ্ন দেখছেন উদ্যোক্তা যুবক আমিনুল

নিজস্ব প্রতিবেদক
সৈয়দ বশির আহম্মেদ, (জেলা প্রতিনিধি, পিরোজপুর)
প্রকাশিত: রবিবার ৫ই জানুয়ারী ২০২৫ ০৩:৪৯ অপরাহ্ন
কাউখালীতে ছাগল খামার ও নার্সারিতে স্বপ্ন দেখছেন উদ্যোক্তা যুবক আমিনুল

চাকরির পেছনে না ছুটে নিজ উদ্যোগে সফলতার স্বপ্ন পূরণে কাজ করছেন পিরোজপুরের কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের উত্তর হোগলা গ্রামের যুবক মো. আমিনুল হক। নিজস্ব জমিতে নার্সারি ও খামার গড়ে আত্মনির্ভরশীল হওয়ার পথে এগিয়ে যাচ্ছেন এই উদ্যমী যুবক।  


আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মাত্র ১০টি ব্ল্যাক বেঙ্গল ছাগল নিয়ে খামার শুরু করেছিলেন আমিনুল। বর্তমানে তার খামারে রয়েছে ৪৬টি সুস্থ ছাগল। ছাগলগুলোর পরিচর্যার জন্য ঘাসের বাগান, ঘাস কাটার মেশিন, ডিসপেনসারি ও খাদ্য সংরক্ষণাগারসহ প্রয়োজনীয় সব উপকরণ রয়েছে।  


তার খামারে ছাগলের পাশাপাশি কবুতরেরও ব্যবস্থা রয়েছে। প্রায় অর্ধশত ছোট-বড় কবুতরের খাঁচায় তাদের ওড়াউড়ি যে কারো মন জুড়িয়ে দেয়। নিজস্ব জমিতে বিভিন্ন ধরনের ফল, ফুল ও সবজি চারা উৎপাদন করছেন তিনি। পাশাপাশি কৈ ও শিং মাছ চাষের জন্য একটি ঘের প্রস্তুত করছেন।  


সম্প্রতি আমিনুলের এই উদ্যোগ পরিদর্শনে যান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির কাউখালী আউটলেটের মোস্তাফিজুর রহমান। তিনি মন্তব্য করেন, আমিনুলের এই আয়োজন দেখে যে কেউ উৎসাহিত হবে।  


উদ্যোক্তা আমিনুল হক জানান, নিজের তহবিল ও জমি ব্যবহার করে নার্সারি, মাছ চাষ এবং দেশি ছাগলের খামার গড়ে তুলতে চান। তার লক্ষ্য শুধু নিজের আত্মনির্ভরশীল হওয়া নয়, উৎপাদনশীল সম্পদ তৈরি করে বেকার জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। মহান আল্লাহর কাছে তার প্রার্থনা, এই প্রচেষ্টায় যেন সফল হতে পারেন।