হিলি স্থলবন্দরে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক শহিদুল ইসলামের পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক
গোলাম রব্বানী, হাকিমপুর উপজেলা প্রতিনিধি (দিনাজপুর)
প্রকাশিত: বৃহঃস্পতিবার ৩১শে অক্টোবর ২০২৪ ০৬:১১ অপরাহ্ন
হিলি স্থলবন্দরে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক শহিদুল ইসলামের পরিদর্শন

দিনাজপুরের হিলি স্থলবন্দর পরিদর্শন করেছেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) শহিদুল ইসলাম। তিনি বন্দরের কার্যক্রম, আমদানি-রপ্তানি এবং সরকারের রাজস্ব আহরণ বৃদ্ধি বিষয়ক বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন। 


বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর ২টা ২৬ মিনিটে হিলি স্থলবন্দরে পৌঁছান তিনি। এই সময় তার স্বাগত জানান হিলি কাস্টমসের ডেপুটি কমিশনার নার্গিস পারভীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়, এবং হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম। 


পরিদর্শনের অংশ হিসেবে শহিদুল ইসলাম হিলি ইমিগ্রেশন চেকপোস্ট, জিরো পয়েন্ট এবং বন্দরের ওজন ব্রিজ ও শেড পরিদর্শন করেন। পরে তিনি বন্দরের সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দ ও আমদানি-রপ্তানিকারকদের সঙ্গে একটি বৈঠক করেন।


বৈঠকে ব্যবসায়ীরা বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরেন, যার মধ্যে সড়ক প্রসস্থকরণ, ওজন স্টেশন নির্মাণ, এক্সিট গেট নির্মাণ এবং ওয়্যার হাউজ নির্মাণের প্রয়োজনীয়তা উল্লেখ করেন। তারা বন্দরের সার্ভার জটিলতা নিরসনেরও দাবি জানান।


শহিদুল ইসলাম এই দাবিগুলোর প্রেক্ষিতে উদ্ধর্তন কর্তৃপক্ষের কাছে সঠিক পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তিনি বলেন, "আমরা ব্যবসায়ীদের সমস্যাগুলো গুরুত্ব সহকারে গ্রহণ করছি এবং দ্রুত সমাধানের চেষ্টা করব।"


বৈঠকে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়, হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলাম, এবং স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


এসময় শহিদুল ইসলাম বলেন, "হিলি স্থলবন্দর দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এর কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।" 


তিনি উল্লেখ করেন, বন্দরের উন্নয়ন এবং কার্যক্রমের গতিশীলতা বজায় রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।