ঢাকায় পরিচ্ছন্নতা কর্মীদের চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে গেলেন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
জিয়াউল হক জুয়েল (স্টাফ রিপোর্টার)
প্রকাশিত: বৃহঃস্পতিবার ৩১শে অক্টোবর ২০২৪ ১১:৪৭ পূর্বাহ্ন
ঢাকায় পরিচ্ছন্নতা কর্মীদের চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে গেলেন উপদেষ্টা

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আহত চার পরিচ্ছন্নতা কর্মীকে দেখতে বুধবার (৩০ অক্টোবর) রাতে শহীদ সোহ্‌রাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ। হাসপাতালে গিয়ে তিনি কর্মীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেন।


বুধবার সকালে, ডিএনসিসির ৩২ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের একটি খোলা স্পটে বর্জ্য অপসারণের সময় ডাস্টবিনের মধ্যে থাকা একটি বোমা বিস্ফোরিত হয়। এতে আহত হন চারজন পরিচ্ছন্নতা কর্মী—মোঃ আলমগীর হোসেন (৩৬), মোঃ ইয়াছিন (৪০), আসাদ মিয়া (৫৮), এবং সাইফুল ইসলাম (৪৭)। 


হাসপাতালে উপদেষ্টা এ এফ হাসান আরিফ আহতদের সঙ্গে কথা বলার পাশাপাশি তাদের চিকিৎসার ব্যাপারে হাসপাতালে উপস্থিত চিকিৎসকদের কাছ থেকে তথ্য নেন। চিকিৎসকরা জানান, আহতদের শরীরে কয়েকটি স্থানে ক্ষত হয়েছে, তবে তারা সকলেই আশঙ্কামুক্ত।


উপদেষ্টা হাসান আরিফ আহত কর্মীদের সার্বিক চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেন। তিনি বলেন, “এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে, সে বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে।” 


এ সময় ডিএনসিসির প্রশাসক মোঃ মাহমুদুল হাসানও উপস্থিত ছিলেন। তিনি জানান, আহত পরিচ্ছন্নতা কর্মীদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তারা দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে আশা করছেন।


স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই দুর্ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে বিবেচনা করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তা ব্যবস্থাগুলোর উন্নতির জন্য তদন্ত শুরু করা হবে এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।


এই ঘটনার পর শহরের পরিচ্ছন্নতা কর্মীদের নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে, কারণ তারা শহরের স্বাস্থ্যের জন্য অপরিহার্য ভূমিকা পালন করেন।