
বিয়ের আগে বাবার কাছে গর্ভধারণের অনুমতি মেয়ের !

জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৩ জুন ২০২১, ১৭:২৬
শেয়ার করুনঃ

বলিউডের গুণী নির্মাতা অনুরাগ কাশ্যপ। দর্শকমহলে প্রশংসা কুড়িয়েছে তার বেশ কয়েকটি সিনেমা। প্রায়ই নানা আলোচনায়-সমালোচনায় থাকেন তিনি।

সম্প্রতি তার মেয়ের এক প্রশ্ন নিয়ে আলোচনা চলছে নেটদুনিয়ায়। অনুরাগের মেয়ে আলিয়ার বয়স ২০ বছর। বিয়ের আগেই যদি মেয়ে গর্ভধারণ করেন তাহলে বাবা মেনে নেবেন কি না? অনুরাগ কাশ্যপকে সম্প্রতি এমন খোলামেলা প্রশ্ন করে বসে আলিয়া।

এতে অবশ্য ঘাবড়ে যাননি অনুরাগ। মেয়ের এমন প্রশ্নের মুখে পালটা জবাবও দিয়েছেন।

বলিউড পরিচালক বলেন, আলিয়া কি এমন চেয়েছে? আলিয়া যদি বিয়ের আগে এমন সিদ্ধান্ত নিতে চান তাহলে মেয়ের সঙ্গে তিনি রয়েছেন।

