
প্রকাশ: ৫ সেপ্টেম্বর ২০১৯, ২২:৫

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সার্ভার হ্যাকিং এর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। সেই সাথে এ ঘটনা রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি বলেও মত দিয়েছে। এনবিআরে পাঠানো একটি প্রতিবেদনে এ উদ্বেগের কথা জানিয়ে, জড়িত ৩২ কর্মকর্তা ও কর্মচারির বিরুদ্ধে অবিলম্বে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সার্ভার হ্যাক করে ২০১৬ সাল থেকে তিন বছরেরও বেশি সময় ধরে তা অবৈধভাবে ব্যবহার করে একটি সংঘবদ্ধ চক্র। শুল্ক ফাঁকি দিয়ে চট্টগ্রাম বন্দর থেকে পণ্যও খালাস করে তারা। বাংলাদেশ ব্যাংকে হ্যাকিংয়ের ঘটনার পর কাস্টমস এর সার্ভারে এমন ঘটনায় সমালোচনা হয় বিভিন্ন মহলে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব