প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ১৮:৫৭

কুমিল্লার দেবীদ্বার উপজেলার গৌরব ও ঐতিহ্যের প্রতীক, জ্ঞানপ্রদীপ খ্যাত ৬৯ নং বাঙ্গুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন যেন রূপ নেয় এক হৃদয়ছোঁয়া স্মৃতি-মাখা উৎসবে। নবীন-প্রবীণের মিলনমেলায় ভেসে ওঠে শৈশবের দিন। শ্রদ্ধায় স্মরণ করা হয় শিক্ষাগুরুর অবদান, আর ভবিষ্যৎ উন্নয়নের প্রতিশ্রুতিতে মুখর হয় পুরো প্রাঙ্গণ।
