টেকনাফে অস্ত্রসহ একজন আটক, ১০ রাউন্ড রাইফেল গুলি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
আমান উল্লাহ কবির, উপজেলা প্রতিনিধি টেকনাফ (কক্সবাজার)
প্রকাশিত: বুধবার ১৮ই ডিসেম্বর ২০২৪ ০৫:২১ অপরাহ্ন
টেকনাফে অস্ত্রসহ একজন আটক, ১০ রাউন্ড রাইফেল গুলি উদ্ধার

কক্সবাজারের টেকনাফে পুলিশের বিশেষ অভিযান চলাকালে ১০ রাউন্ড রাইফেল গুলি এবং ১টি দেশীয় তৈরী ওয়ান শুটার গানসহ একজন মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। 


মঙ্গলবার (১৮ ডিসেম্বর) রাত ১টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দরগাহ পাড়া এলাকার ইউনিয়ন পরিষদ রাস্তার মাথায় পুলিশ একটি অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম শুরু করে। টেকনাফ মডেল থানার এসআই বিশ্বজিৎ পালের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা এ সময় টমটমের একটি যাত্রীকে সন্দেহভাজন মনে করে তল্লাশি চালায়। 


পুলিশের অবস্থান টের পেয়ে ওই ব্যক্তি দ্রুত পালানোর চেষ্টা করলে, পুলিশ তাকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে তার পলি ব্যাগের মধ্যে মোড়ানো অবস্থায় ১০ রাউন্ড তাজা রাইফেল গুলি এবং তার কাছ থেকে ১টি দেশীয় তৈরী ওয়ান শুটার গান উদ্ধার করা হয়। আটক ব্যক্তি তার নাম আতাহারুল হক (৩৫) হিসেবে পরিচয় দেয়। তিনি হ্নীলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব পানখালী এলাকার নুরুল ইসলামের ছেলে বলে জানায়। 


পুলিশ জানায়, আটক আতাহারুল হক দীর্ঘদিন ধরে মাদক ও অস্ত্র নিয়ে অবৈধ কার্যকলাপে জড়িত ছিল। তার কাছ থেকে উদ্ধারকৃত অস্ত্র ও গুলি এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত হতে পারে বলে ধারণা করছে পুলিশ। 


টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গিয়াসউদ্দিন জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে তাকে আদালতে প্রেরণ করা হবে। তিনি বলেন, এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যাতে মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থান নিতে পারে। 


এদিকে, টেকনাফের পুলিশ প্রশাসন আশা করছে, এই অভিযানের মাধ্যমে এলাকার সন্ত্রাসী কার্যক্রম এবং অবৈধ অস্ত্রের ব্যবহার নিয়ন্ত্রণে আসবে।