ঘোড়াঘাটে ২২ হাজার পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
গোলাম রব্বানী, নিজস্ব প্রতিনিধি (দিনাজপুর)
প্রকাশিত: বুধবার ১৮ই ডিসেম্বর ২০২৪ ০৪:২৫ অপরাহ্ন
ঘোড়াঘাটে ২২ হাজার পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেফতার

দিনাজপুরের ঘোড়াঘাটে ২২ হাজার পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এসব ট্যাবলেটের স্থানীয় বাজারমূল্য প্রায় অর্ধকোটি টাকা বলে জানানো হয়েছে। 


মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে ঘোড়াঘাট উপজেলার কামদিয়া রাস্তার রনি করাত কলের সামনে অভিযান চালিয়ে পুলিশ দুই জনকে আটক করে। তাদের কাছ থেকে ২২ হাজার পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি দেখে মাদক ব্যবসায়ীদের মধ্যে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়ে। আটককৃতরা হলেন গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার আইভাঙ্গী গ্রামের আব্দুল মান্নানের ছেলে আবু হায়াত (৩৭) এবং ঘোড়াঘাট উপজেলার মিতালী গুচ্ছগ্রামের সেকেন্দার আলীর ছেলে আখিনুর মিয়া (৩৫)। 


পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক কারবারীদের টাপেন্টাডল ট্যাবলেট নিয়ে ঘোড়াঘাট উপজেলার উপর দিয়ে যাওয়ার পরিকল্পনা সম্পর্কে জানতে পারে আইনশৃঙ্খলা বাহিনী। ওই সংবাদের পরিপ্রেক্ষিতে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে কামদিয়া রাস্তার উপর সিএনজিতে তল্লাশী চালায়। সেখানে তারা ২২ হাজার পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে এবং দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। 


ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, গ্রেপ্তারকৃত আসামীরা দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছিল। তারা খুচরা এবং পাইকারি বিক্রেতা হিসেবে মাদক বিক্রি করত। গ্রেপ্তার হওয়া দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আজ (বুধবার) দুপুরে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।


এদিকে, পুলিশ প্রশাসন মাদক বিরোধী কার্যক্রমের অংশ হিসেবে কঠোর নজরদারি এবং অভিযান চালানোর আগ্রহ ব্যক্ত করেছে। তারা আশা করছে, এ ধরনের পদক্ষেপের মাধ্যমে এলাকার মাদক সমস্যা দূর করতে সক্ষম হবে।