পানছড়িতে বিএনপির বর্ধিত সভা: সংগঠন শক্তিশালী করার আহ্বান

নিজস্ব প্রতিবেদক
আরিফুল ইসলাম মহিন -খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
প্রকাশিত: বুধবার ১৮ই ডিসেম্বর ২০২৪ ০৪:২২ অপরাহ্ন
পানছড়িতে বিএনপির বর্ধিত সভা: সংগঠন শক্তিশালী করার আহ্বান

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সদর ইউনিয়ন বিএনপির তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরো শক্তিশালী করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়। 


বুধবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টায় পানছড়ি উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. বেলাল হোসেন। 


সভায় সভাপতিত্ব করেন সদর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মো. রেজাউল আলম। স্বাগত বক্তব্য রাখেন সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মোবারক হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ, সহ-সভাপতি মো. নুরুল কায়েস শিমুল, যুগ্ম সম্পাদক মো. আ. রহিম, দপ্তর সম্পাদক মো. সোলায়মান, যুব দলের যুগ্ম আহ্বায়ক মো. মহরম আলী প্রমুখ।


বক্তারা সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী, পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি বাঙ্গালী নেতা ওয়াদুদ ভূঁইয়া কে নির্বাচিত করার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানান। তারা বলেন, ওয়াদুদ ভূঁইয়া পার্বত্য চট্টগ্রামের মানুষের উন্নয়নের জন্য একমাত্র যোগ্য প্রার্থী। তিনি পাহাড়ের উন্নয়নের ক্ষেত্রে একটি বড় ভূমিকা রাখতে সক্ষম, আর তার বিকল্প কেউ নেই। 


এছাড়া বক্তারা আওয়ামী লীগ সরকারের অপ্রচার ও চক্রান্ত সম্পর্কে সজাগ থাকার আহ্বান জানান। তারা বলেন, আওয়ামী লীগ বিভিন্নভাবে মিথ্যাচার ও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে, তাই দলের নেতাকর্মীসহ জনগণকে এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে।


সভায় বিএনপি নেতারা আরো বলেন, আসন্ন নির্বাচনে দলীয় ঐক্য এবং তৃণমূল পর্যায়ে বিএনপির শক্তি বৃদ্ধি করাই মূল লক্ষ্য। সবাইকে একত্রিত হয়ে দলের উন্নয়ন ও বিজয়ের জন্য কাজ করার আহ্বান জানানো হয়। 


এভাবে পানছড়িতে বিএনপির সভাটি দলীয় ঐক্য আরও দৃঢ় করতে এবং আগামী নির্বাচনে দলকে বিজয়ী করতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।