হাকিমপুরে শুরু বাংলাদেশ কিন্ডারগার্ডেন শিক্ষা বোর্ডের বৃত্তি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক
গোলাম রব্বানী, নিজস্ব প্রতিনিধি (দিনাজপুর)
প্রকাশিত: বুধবার ১৮ই ডিসেম্বর ২০২৪ ০৪:০৫ অপরাহ্ন
হাকিমপুরে শুরু বাংলাদেশ কিন্ডারগার্ডেন শিক্ষা বোর্ডের বৃত্তি পরীক্ষা

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় শুরু হয়েছে বাংলাদেশ কিন্ডারগার্ডেন শিক্ষা বোর্ডের অধীনে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা। বুধবার (১৮ ডিসেম্বর) সকালে ‘উপজেলা পরিষদ শিশু নিকেতন ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়’ কেন্দ্রে এ বৃত্তি পরীক্ষা শুরু হয়। দুই দিনব্যাপী এ পরীক্ষা চলবে। 


এদিন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়, বাংলাদেশ কিন্ডারগার্ডেন শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ হুমায়ন কবির, মোঃ সায়েদ আলী, হাকিমপুর উপজেলা শাখার সভাপতি মোঃ গোলাম মোস্তফা, যুগ্ম সেক্রেটারি মোঃ নাজমুল হক প্রমুখ। 


বাংলাদেশ কিন্ডারগার্ডেন শিক্ষা বোর্ডের ২০০ মার্কের এ পরীক্ষায় হাকিমপুর উপজেলার ৮টি কিন্ডারগার্ডেন স্কুলের মোট ১৭৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বিভিন্ন বিষয়ের পরীক্ষা দিচ্ছেন। পরীক্ষা কেন্দ্র সচিব এইচ এম আওলাদ হোসেন জানান, সুন্দর এবং শান্তিপূর্ণ পরিবেশে এ পরীক্ষা চলবে।


এ পরীক্ষার মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি ও তাদের শিক্ষা অর্জনে উৎসাহিত করার পাশাপাশি বাংলাদেশ কিন্ডারগার্ডেন শিক্ষা বোর্ড শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানান সংশ্লিষ্টরা।


এ ধরনের বৃত্তি পরীক্ষার আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা ও মেধা বিকাশের সুযোগ করে দেয়, যা তাদের ভবিষ্যতের জন্য খুবই সহায়ক হবে। দুই দিনব্যাপী এই বৃত্তি পরীক্ষা শেষে ফলাফল প্রকাশ করা হবে, যেখানে শিক্ষার্থীরা তাদের মেধার মূল্যায়ন পাবে। 


হাকিমপুর উপজেলায় এ ধরনের উদ্যোগ স্থানীয় শিক্ষার মান উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করছে এবং ভবিষ্যতে আরও বেশি শিক্ষার্থীর অংশগ্রহণ প্রত্যাশা করা হচ্ছে।