নওগাঁয় তেলবাহী ট্রাকে ৪৮ কেজি গাঁজা উদ্ধার, দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
রিফাত হোসাইন সবুজ, জেলা প্রতিনিধি, নওগাঁ
প্রকাশিত: শনিবার ৯ই নভেম্বর ২০২৪ ০৬:০৬ অপরাহ্ন
নওগাঁয় তেলবাহী ট্রাকে ৪৮ কেজি গাঁজা উদ্ধার, দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নওগাঁর মান্দা উপজেলায় তেলবাহী একটি ট্রাকে ৪৮ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কের সতীহাট এলাকা থেকে পুলিশ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। 


পুলিশ জানায়, রাজশাহী থেকে নওগাঁ অভিমুখী একটি তেলবাহী ট্রাকে বিপুল পরিমাণ মাদক পাচারের তথ্য পেয়ে তল্লাশি শুরু করা হয়। তল্লাশি চলাকালে ট্রাকটি সিগনাল উপেক্ষা করে পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে ট্রাকটিকে আটক করতে সক্ষম হয়। পরে ট্রাকের কেবিনে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ৪৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। 


আটককৃতদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোহাম্মদ রনি (২৬) ও আসমাউল হোসেন (৩৮) নামে দুই ব্যক্তি রয়েছেন। তাদের কাছ থেকে ৬০ ড্রাম তেল উদ্ধার করা হয়েছে, যার মধ্যে ৪৮ কেজি গাঁজা ছিল। পুলিশ দাবি করছে, উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ১৯ লাখ ২০ হাজার টাকা। 


মাদক পাচারের সঙ্গে জড়িত এই চক্রের বিরুদ্ধে মান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, আটককৃত দুই মাদক ব্যবসায়ীকে দ্রুত আদালতে পাঠানো হবে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


এদিকে, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, পুলিশের তৎপরতার ফলে মাদক পাচারকারীদের পরিকল্পনা ভণ্ডুল হয়েছে এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।