https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

‘বিগ ব্যাং’ ক্যাম্পেইনে চমক , ৮০ হাজার অর্ডার পেল ইভ্যালি !

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৩, ৩:১৭

শেয়ার করুনঃ
‘বিগ ব্যাং’ ক্যাম্পেইনে চমক , ৮০ হাজার অর্ডার পেল ইভ্যালি !

গত শুক্রবার (২৯ ডিসেম্বর) রাতে শুরু হওয়া ‘বিগ ব্যাং’ ক্যাম্পেইনের আওতায় শনিবার (৩০ ডিসেম্বর) দুপুর ২টা পর্যন্ত এসব পণ্যের অর্ডার হয়েছে। তবে আগের মতো এবার কোনো বিজ্ঞাপন ব্যয় নেই ইভ্যালির।

ইভ্যালির পক্ষ থেকে বলা হয়েছে, প্রতিষ্ঠানটির সঙ্গে ব্যবসা পুনরায় শুরু করতে প্রায় দেড় হাজার বিক্রেতা তাদের পণ্য সরবরাহ করছেন। মূলত, এসব বিক্রেতাদের নিয়েই ‘বিগ ব্যাং’ ক্যাম্পেইনের ঘোষণা দেয় ইভ্যালি। শুক্রবার রাত ১০টা থেকে ক্যাম্পেইন শুরু হওয়ার কথা থাকলেও সামাজিকমাধ্যমে গ্রাহকের আগ্রহ দেখে সন্ধ্যা থেকেই অর্ডার উন্মুক্ত করা হয়। এরপর রাত ৮টায় ফেসবুক লাইভে আসেন প্রতিষ্ঠানটির প্রধান মোহাম্মদ রাসেল।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

জানানো হয়, রাত ১০টায় ক্যাম্পেইনের সময় শুরু হওয়ার আগেই প্রায় ৩৫ হাজার ইনভয়েসে ৮০ হাজারের বেশি পণ্যের অর্ডার করেন গ্রাহকরা। এর কিছু সময় পর গ্রাহকের চাপে ইভ্যালির নতুন মোবাইল অ্যাপ্লিকেশনের সার্ভার ডাউন হয়ে যায়। পরে সার্ভার ঠিক করলে নতুন অর্ডার আসতে শুরু করে। শনিবার দুপুর ২টায় ইভ্যালির ‘বিগ ব্যাং’ ক্যাম্পেইন শেষ হয়।

দুপুর ২টা পর্যন্ত মোট ৮০ হাজারের কিছু বেশি ইনভয়েস হয়েছে। প্রতিটি ইনভয়েসে গড়ে ২ থেকে ৩টি করে পণ্যের অর্ডার রয়েছে। এ হিসেবে মাত্র ২০ ঘণ্টায় ইভ্যালি প্রায় ২ লাখ পণ্য বিক্রির অর্ডার পড়েছে।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হচ্ছে, আগের ক্যাম্পেইনের তুলনায় এবার বেশ কিছু পার্থক্য রয়েছে। আগে ব্যাপক বিজ্ঞাপন প্রচার করা হলেও এবার এক টাকাও বিজ্ঞাপন ব্যয় করা হয়নি। আগে বেশিরভাগ পণ্যই লোকসানে বিক্রি করা হতো। তবে এবার প্রায় সব পণ্যে খুব সামান্য পরিমাণ লাভ রাখা হয়েছে। এই লাভের অর্থ দিয়েই কোম্পানির মাসিক ব্যয় মেটানো সম্ভব হবে। এজন্য ইভ্যালিকে নতুন করে কোনো দেনায় পড়তে হবে না।

ইভ্যালির প্রধান মোহাম্মদ রাসেল বলেন, গ্রাহককে এখন আর বিশ্বাসের ওপর টাকা দিতে হচ্ছে না। পণ্য হাতে পেয়ে টাকা দেবেন। এজন্য ইভ্যালিতে গ্রাহকের সংখ্যা দ্রুত বাড়ছে। আমরা খুব সামান্য লাভ করছি যেন কোম্পানির খরচ চালিয়ে নেওয়া যায়। আর যেসব পণ্যে ছাড় দেওয়া হচ্ছে এটা বিক্রেতা নিজের পক্ষ থেকে দিচ্ছেন। এজন্য ইভ্যালির আর লোকসানের সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR34H1CYK6CXG3RK1RQA5673.jpg

এ সম্পর্কিত আরও পড়ুন

ইতিহাসে সর্বোচ্চ দাম, স্বর্ণের বাজারে বড় ঝাঁকুনি

ইতিহাসে সর্বোচ্চ দাম, স্বর্ণের বাজারে বড় ঝাঁকুনি

পবিত্র ঈদুল ফিতরের আগে বাংলাদেশে স্বর্ণের দাম আবারও বৃদ্ধি পেয়েছে। শুক্রবার (২৮ মার্চ) সন্ধ্যায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক বিজ্ঞপ্তিতে জানায়, ১ হাজার ৭৭৩ টাকা বেড়ে এখন এক ভরি (১১.৬৬৪ গ্রাম) ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম ১ লাখ ৫৭ হাজার ৮৭২ টাকা দাঁড়িয়েছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। নতুন এই দাম ২৯ মার্চ থেকে কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে

চট্টগ্রাম বন্দরে লাইটার জাহাজের অবস্থান নিয়ন্ত্রণে কঠোর নির্দেশনা

চট্টগ্রাম বন্দরে লাইটার জাহাজের অবস্থান নিয়ন্ত্রণে কঠোর নির্দেশনা

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে লাইটার জাহাজগুলোর অনিয়ন্ত্রিত অবস্থান ঠেকাতে কড়া নির্দেশনা দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। বড় জাহাজ থেকে পণ্য খালাসের পর ৭২ ঘণ্টার মধ্যে তা নির্ধারিত গন্তব্যে পৌঁছাতে হবে, অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) এই নির্দেশনা জারি করা হয় এবং শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সম্প্রতি লক্ষ্য করা গেছে, মাদার

বাংলাদেশে পাকিস্তানের চাল রপ্তানি, বাণিজ্যে নতুন দিগন্ত

বাংলাদেশে পাকিস্তানের চাল রপ্তানি, বাণিজ্যে নতুন দিগন্ত

পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর এই প্রথমবারের মতো সরকারি পর্যায়ে সরাসরি বাণিজ্য পুনরায় শুরু হয়েছে। শনিবার এক্সপ্রেস নিউজ জানিয়েছে, প্রথম সরকারি অনুমোদিত চালান পাকিস্তানের পোর্ট কাসিম থেকে বাংলাদেশে রওনা হয়েছে। এটি দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের এক ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।   বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন অব পাকিস্তানের (টিসিপি) মাধ্যমে পাকিস্তানের কাছ থেকে ৫০,০০০ টন চাল কেনার চুক্তি

সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছে ইলিশ

সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছে ইলিশ

সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের জন্য ১১ হাজার মেট্রিক টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার এ ঘোষণা দেন। তিনি জানান, ২০১২ সাল থেকে ইলিশ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা থাকলেও এবার প্রবাসীদের অনুরোধে সীমিত আকারে রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে।  ২০২৩-২৪ অর্থবছরে দেশে ইলিশের উৎপাদন ছিল ৫ দশমিক ৩০

সয়াবিন তেলের সরবরাহ বাড়ছে, রোজার আগে মিলবে স্বস্তি

সয়াবিন তেলের সরবরাহ বাড়ছে, রোজার আগে মিলবে স্বস্তি

সয়াবিন তেল সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো বারবার সংকট তৈরি করে দাম বাড়ানোর কৌশল সফলভাবে প্রয়োগ করছে। গত ডিসেম্বরে বাজার থেকে সয়াবিন তেল উধাও হলে সরকারকে ৮ টাকা দাম বাড়াতে বাধ্য করা হয়। সরবরাহ স্বাভাবিক হলেও কিছুদিন পর আবার তেলের সংকট তৈরি হয়েছে। আসন্ন রমজান মাসেও এই সংকট থাকবে কিনা, তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এ বিষয়ে রোববার ভোক্তা অধিদপ্তরের এক বৈঠকে পাইকারি