বদলে গেল সোনা বেচা কেনার নিয়ম

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: বুধবার ১লা জুন ২০২২ ০৮:৪২ অপরাহ্ন
বদলে গেল সোনা বেচা কেনার নিয়ম

সোনার গয়নায় হলমার্ক বাধ্যতামূলক করল কেন্দ্র। ১ জুন থেকে থেকেই এই নিয়ম কার্যকর হল। এ বার থেকে সব ধরনের সোনার উপর বসবে হলমার্ক ট্যাগ। বর্তমানে কেবলমাত্র ৬ টি নির্দিষ্ট ক্যারটের উপর হলমার্ক ট্যাগ বসানো হয়। ১৪ ক্যারট, ১৮ ক্যারট, ২০ ক্যারট, ২২ ক্যারট, ২৩ ক্যারট এবং ২৪ ক্যারট। যিনি সোনা বিক্রি করতেন এত দিন পর্যন্ত ২১ ক্যারট এবং ১৯ ক্যারট সোনার উপর কোনও রকম হলমার্ক ট্যাগ বসত না। এ বার থেকে এই নিয়ম বদলাতে চলেছে। সব সোনার গয়নাতেই দিতে হবে হলমার্ক।


দু’ দশক আগে ভারতে প্রথম হলমার্ক ব্যবহারের চল শুরু হয়। তবে আগে তা বাধ্যতামূলক ছিল না। ভারত সরকার ২০২১ সালের ১৬ জুন সোনার গয়নার ক্ষেত্রে হলমার্ক ব্যবহার বাধ্যতামূলক করে দেয়। তবে সেই নিয়ম কার্যকর হয়নি। ‘বিউরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড’ বা ‘বিআইএস’-এর উপর আপাতত হলমার্ক দেওয়ার দায়িত্ব রয়েছে।


আগে গ্রাহকরা চাইলে বিক্রেতাদের কাছ থেকে হলমার্ক ছাড়া গয়নাও কিনতে পারতেন। তবে এই নয়া নিয়মের আওতায় এ বার থেকে তা আর করা যাবে না।