প্রকাশ: ৮ এপ্রিল ২০২৫, ১৮:২২
নতুন পরিকল্পনা অনুযায়ী আগামী বছরের ঈদের আগেই এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে নিজ দেশে ফেরত পাঠানোর লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ। এ নিয়ে আশাবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান। মঙ্গলবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে। তবে তাদের নিরাপত্তা নিশ্চিত করেই এই প্রত্যাবাসন কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। তিনি জানান, মিয়ানমারের আরাকান রাজ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে হবে। যুদ্ধাবস্থায় রোহিঙ্গাদের ফেরত পাঠানো সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। এজন্য প্রথমে ওই অঞ্চলে যুদ্ধবিরতি জরুরি বলে মনে করেন ড. খলিলুর রহমান।