''দূর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি,, এ প্রতিপাদ্যে রাজবাড়ী গোয়ালন্দ জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস -২০২৫ উদযাপন উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার (১০ মার্চ) বেলা সাড়ে ১১ টার দিকে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রানালয় এবং উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কোর্ট চত্বর মাঠে এ মহড়া অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাহিদুর রহমান, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. আসাদুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. খোকন উজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু বক্কর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস, গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আঃ রহমান, টিম লিডার মো. সাবেকুল ইসলাম প্রমুখ।
এ সময় উপজেলা মাঠ চত্বরে শিক্ষক, শিক্ষার্থী সহ নানান পেশার শত শত মানুষ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।