প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ১৫:১৩
বাংলাদেশের ক্রিকেট তারকা তামিম ইকবাল ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। গতকাল সকালে হার্ট অ্যাটাকের পর হাসপাতালে নেওয়া হলেও আজ দুপুরে জানা গেছে, তিনি শঙ্কামুক্ত। যে কোনো সময় পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী হাসপাতাল ছাড়তে পারেন এই ওপেনার।
সোমবার সাভারের একটি ডিপিএল ম্যাচ চলাকালীন তামিম হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। মাঠ থেকে সরাসরি নেওয়া হয় হাসপাতালে, যেখানে তার হার্টে রিং পরানো হয়। ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে থাকার পর অবশেষে তিনি ঝুঁকিমুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।
সাভারের কেপিজে হাসপাতালের পরিচালক ড. রাজীব হাসান সংবাদ সম্মেলনে বলেন, তামিমের অবস্থা গতকাল বেশ গুরুতর ছিল, তবে এখন অনেকটাই স্বাভাবিক। তিনি খাওয়া-দাওয়া করছেন এবং পরিবারের সঙ্গে কথাও বলছেন। হাসপাতাল থেকে কখন ছাড়পত্র দেওয়া হবে, তা পুরোপুরি নির্ভর করছে পরিবারের সিদ্ধান্তের ওপর।
চিকিৎসকদের মতে, আগামী তিন মাস তামিমকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হবে। এই সময়ের মধ্যে তার হার্টের কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে এবং নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হবে যে তিনি পুরোপুরি সুস্থ আছেন কি না।
এদিকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপন জানিয়েছেন, আজ দুপুরে তামিমের কিছু পরীক্ষা নিরীক্ষা করা হবে। সব কিছু স্বাভাবিক থাকলে তাকে উন্নত চিকিৎসার জন্য বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হতে পারে।
তামিম ইকবালের দ্রুত সুস্থতা কামনা করে তার সতীর্থ, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দোয়া ও শুভকামনা জানাচ্ছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকেও তামিমের চিকিৎসা ও সুস্থতা নিয়ে সার্বক্ষণিক খোঁজ রাখা হচ্ছে।
যদিও শিগগিরই মাঠে ফেরা হচ্ছে না এই অভিজ্ঞ ব্যাটসম্যানের। চিকিৎসকদের মতে, তিন মাসের আগে ক্রিকেটে ফিরতে পারবেন না তিনি। পুরোপুরি সুস্থ হওয়ার পরই তার মাঠে ফেরার সিদ্ধান্ত নেওয়া হবে।
বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান তামিম ইকবালের সুস্থ হয়ে ওঠা দেশের ক্রিকেটপ্রেমীদের জন্য স্বস্তির খবর। তবে সবাই এখন অপেক্ষা করছেন, কবে তিনি আবার ব্যাট হাতে মাঠে ফিরবেন।