মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে কটুক্তির প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে ঈমান আকিদা সংরক্ষণ কমিটি, জামালপুর জেলা শাখার উদ্যোগে শহরের বিজয় চত্বর থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাঁচ রাস্তার মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন ঈমান আকিদা সংরক্ষণ কমিটির জামালপুর জেলা শাখার সভাপতি মুফতি আলাউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মুফতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা সাঈদুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মুফতি জুবায়ের, সাংগঠনিক সম্পাদক হাফেজ জাহিদুল ইসলাম প্রমুখ।
বক্তারা তাঁদের বক্তব্যে মহানবী (সা.)-কে কটুক্তিকারী রাখাল রাহা ও হাসান গালিব এবং র্যাব কর্মকর্তা ধর্ষক আলেপসহ গুম-খুনের সাথে জড়িত সকল কর্মকর্তাদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তাঁরা বলেন, এই ধরনের অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে দেশব্যাপী আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। বক্তারা ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন ঈমান আকিদা সংরক্ষণ কমিটির শহর সাংগঠনিক সম্পাদক মুফতি মাহতাব রহমান, মুফতি আনোয়ার হোসাইন জামালপুরী, প্রচার সম্পাদক মুফতি আব্দুল্লাহ মামুন, সহ-প্রচার সম্পাদক মুফতি মিজানুর রহমান, সদস্য মুফতি মনজুরুল ইসলামসহ বিভিন্ন মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও সাধারণ ধর্মপ্রাণ মুসল্লিরা।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।