আকিকা অনুষ্ঠানে কম লোক দাওয়াত দেয়ায় জামাতার উপর শশুরের হামলা, আহত ৯

নিজস্ব প্রতিবেদক
গোলাম রব্বানী, নিজস্ব প্রতিনিধি (দিনাজপুর)
প্রকাশিত: শনিবার ২২শে ফেব্রুয়ারি ২০২৫ ০৭:১৭ অপরাহ্ন
আকিকা অনুষ্ঠানে কম লোক দাওয়াত দেয়ায় জামাতার উপর শশুরের হামলা, আহত ৯

বিরামপুর উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের কেশবপুর গ্রামে আকিকা অনুষ্ঠানকে কেন্দ্র করে শ্বশুর ও জামাতার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতের এই ঘটনায় উভয় পক্ষের অন্তত নয় জন আহত হয়েছে। আহতদের মধ্যে জামাতা সুমন হোসেন, তার পরিবার এবং শ্বশুরপক্ষের সদস্যরা রয়েছেন।


জামাতা সুমন হোসেন জানান, কিছুদিন আগে তার নবজাতকের আকিকা অনুষ্ঠান করার কথা ছিল এবং এজন্য স্থানীয় বাজার থেকে দুটি ছাগল কেনা হয়েছিল। তবে সুমনের স্ত্রী তার বাবাকে অনুষ্ঠান বাড়ানোর প্রস্তাব দেন, কিন্তু সুমন তার আর্থিক সীমাবদ্ধতার কারণে ছোট পরিসরে অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেন। এই ব্যাপারে সুমন এবং তার স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সুমন তার স্ত্রীর গায়ে হাত তোলেন, যা শ্বশুরের কাছে জানানো হয়।


শ্বশুর মোঃ অছিম উদ্দিন তার মেয়ের ফোন পেয়ে জামাতার সঙ্গে আলোচনা করতে কেশবপুরে যান। কিন্তু সেখানে সুমন এবং তার পরিবারের সদস্যরা তাকে অপমান ও মারধর করেন। এর পর শ্বশুরপক্ষের কিছু লোক ভাড়া করে জামাতার বাড়িতে হামলা চালায়, যা ফলে বেশ কয়েকজন আহত হয় এবং বাড়ির কিছু আসবাবপত্র ভাঙচুর হয়।


পাল্টা হামলায় শ্বশুরপক্ষের অন্তত চারজন আহত হন। স্থানীয় বাসিন্দাদের প্রতিবাদ এবং পুলিশকে অবহিত করার পর গ্রামবাসী একত্রিত হয়ে হামলাকারীদের প্রতিহত করতে মসজিদের মাইকে ঘোষণা দেন। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং হামলাকারীদের মুচলেকা নিয়ে মীমাংসা করেন।


স্থানীয় ওয়ার্ড সদস্য মোঃ মাহফুজুর রহমান জানান, এই ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং পরবর্তীতে যাতে এমন ঘটনা না ঘটে, সেজন্য উভয় পক্ষের মধ্যে পরামর্শ প্রদান করা হয়েছে।


বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, হামলার ঘটনায় ৯৯৯ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি শান্ত করে। আহতদের স্থানীয় চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয়েছে, তবে এখনও কোনো পক্ষই অভিযোগ দায়ের করেনি।