দিনাজপুরের হাকিমপুর উপজেলায় হিলি প্রেসক্লাবের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। রোববার সন্ধ্যায় প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়। প্রেসক্লাবের আহ্বায়ক মোঃ গোলাম রব্বানীর সভাপতিত্বে সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে দুই বছর মেয়াদি কমিটি চূড়ান্ত করা হয়।
কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক সময়ের আলো ও ইনিউজ৭১-এর প্রতিনিধি মোঃ গোলাম রব্বানী এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন একাত্তর টিভি ও দৈনিক শেয়ারবিজের প্রতিনিধি মোঃ ছামিউল ইসলাম আরিফ। এছাড়া সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন মোহনা টেলিভিশনের প্রতিনিধি, যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন গ্লোবাল টেলিভিশন ও দৈনিক বাংলাদেশের খবরের প্রতিনিধি মোঃ লুৎফর রহমান।
সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন এখন টেলিভিশনের প্রতিনিধি মোঃ সোহেল রানা, কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক দেশ বুলেটিনের প্রতিনিধি হাসান আলী, দপ্তর সম্পাদক হয়েছেন সাপ্তাহিক জিরো পয়েন্টের মোঃ জনি শেখ। প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন দৈনিক দেশ মা-এর মোঃ মাহাবুব আলম বকুল, সাংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হয়েছেন নিউজ ২১ আইপি টিভির মোঃ সাব্বির হোসেন বিপ্লব।
আইন বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক মানবাধিকার-এর মোঃ ওয়াসকুরনী, ধর্ম সম্পাদক হয়েছেন ডেইলি সানশাইনের মোঃ ইমরুল কায়েস। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক কালবেলার মোঃ ফারহান ইসলাম এবং দৈনিক যায়যায়কাল-এর মোঃ ফারুকুজ্জামান চৌধুরী কৌশিক।
নবনির্বাচিত সভাপতি মোঃ গোলাম রব্বানী বলেন, নতুন কমিটি হিলির গণমাধ্যম কর্মীদের স্বার্থ রক্ষায় কাজ করবে এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অগ্রণী ভূমিকা পালন করবে। সাধারণ সম্পাদক মোঃ ছামিউল ইসলাম আরিফ বলেন, প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে সমন্বয় রেখে সংগঠনকে আরও গতিশীল করা হবে।
কমিটির সদস্যরা জানান, স্থানীয় ও জাতীয় পর্যায়ে সাংবাদিকদের স্বার্থ রক্ষায় এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে তারা একযোগে কাজ করবেন। প্রেসক্লাবের স্থায়ী কার্যালয় স্থাপনসহ বেশ কয়েকটি নতুন পরিকল্পনা বাস্তবায়নের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
হিলি প্রেসক্লাবের নতুন কমিটি আগামী দুই বছর তাদের কার্যক্রম পরিচালনা করবে। প্রেসক্লাবের সদস্যরা আশাবাদী যে নতুন নেতৃত্বের অধীনে সংগঠন আরও সুসংগঠিত হবে এবং সাংবাদিকদের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।