প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ১৫:৫৬

নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইন শৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বক্তৃতায় জানিয়েছেন, ভোটের সততা নষ্ট হওয়ার কোনো সুযোগ দেওয়া হবে না। কেউ যদি যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে ভোট প্রদান করেন, তবে তার ভোট বাতিল হবে।
