প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৬, ১৯:৫১

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী জেলার ছয়টি সংসদীয় আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। যাচাই শেষে ১৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল এবং ৪৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কার্যক্রম পরিচালিত হয়।
