প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ১৬:৩৯

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রতিযোগিতাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তুঙ্গে উঠেছে। দলীয়ভাবে আত্রাই উপজেলা বিএনপির সভাপতি এস এম রেজাউল ইসলাম রেজুকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার পরও একই আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির। ফলে স্থানীয় রাজনীতিতে কৌতূহল ও উত্তাপ দুটোই বাড়ছে।
