প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ১৩:১৯

খুলনা শহরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা বিভাগীয় প্রধান এবং কেন্দ্রীয় শ্রমিক সংগঠক মোতালেব শিকদার সোমবার বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে গুলিবিদ্ধ হয়েছেন। অভিযোগ করা হচ্ছে, দুর্বৃত্তরা তার মাথা লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর অবস্থায় তাকে প্রথমে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
