প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ১২:৫৪

নওগাঁর আত্রাই উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলার এক নারী আসামিসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) দিবাগত রাত থেকে মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের আটক করে পুলিশ। পরে মঙ্গলবার দুপুরেই গ্রেপ্তার সকল আসামিকে নওগাঁ আদালতে সোপর্দ করা হয়।
