হবিগঞ্জের আজমিরীগঞ্জে মতবিনিময় সভা করেছেন জেলার নব যোগদানকৃত জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন। ৮ ডিসেম্বর সোমবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা মিলনায়তনে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভার সার্বিক পরিচালনায় ছিলেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার এস.এম রেজাউল করিম, উক্ত সভায় বক্তারা উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন বলেন, আমি আপনাদের গুরুত্বপূর্ণ কথাগুলো নোটিশ করেছি, আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের সমস্যার সমাধান করার।
তাছাড়া তিনি উপজেলার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ সহ বিভিন্ন বিষয়ে গুরুত্বারোপ করেন।
উপজেলার বীর মুক্তিযোদ্ধা, সুশীল সমাজ, সাংবাদিক, জনপ্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রুহুল আমিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সামসুল হুদা ফয়সাল, আজমিরীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ শেখ শাহজাহান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ রফিকুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার হাসিবুল ইসলাম , পৌরসভার নির্বাহী কর্মকর্তা ( ভারপ্রাপ্ত ) হাফিজুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলের উপ সহকারী কর্মকর্তা রবিউল আলম, উপজেলা সমাজসেবা অফিসের ইউনিয়ন সমাজকর্মী শেখ মাসুদ হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা মিজানুর রশিদ।
আরো উপস্থিত ছিলেন আজমিরীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি শরিফ উদ্দিন পেশোয়ার, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম আপন, বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি শিবলুর রহমান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মাসুদ প্রমুখ।