প্রকাশ: ৪ ডিসেম্বর ২০২৫, ১৭:১৪

বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনকে ঘিরে টানা কয়েকদিনের জল্পনা–কল্পনার অবসান ঘটিয়ে বিএনপি অবশেষে প্রার্থী ঘোষণা করেছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও ৩৬টি আসনের পাশাপাশি এই আসনে অ্যাডভোকেট জয়নুল আবেদীনের নাম ঘোষণা করেন। মনোনয়ন ঘোষণার খবর বরিশালে পৌঁছাতেই তার অনুসারী ও স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ–উদ্দীপনা দেখা দেয়। তারা মিছিল, আতশবাজি ও বিজয় শোভাযাত্রার মাধ্যমে আনন্দ প্রকাশ করেন।
