প্রকাশ: ৪ ডিসেম্বর ২০২৫, ১৬:৩৯

পটুয়াখালীর কলাপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের চলমান আন্দোলনে চরম ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থী ও অভিভাবকরা। তিন দফা দাবিতে চার দিন ধরে শিক্ষকদের কর্মবিরতি এবং পরীক্ষা বর্জনের কারণে উপজেলার ১৭১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষায় স্থবিরতা দেখা দেয়। বুধবার রাতে বেশকিছু বিদ্যালয়ের গেটে শিক্ষকরা তালা ঝুলিয়ে দিলে বৃহস্পতিবার সকালে শত শত শিক্ষার্থী পরীক্ষা দিতে এসে প্রবেশ করতে না পেরে গেটে আটকা পড়ে।
