প্রতিবন্ধীদের কাছ থেকে অনেক শেখার আছে। তারা আমাদের অনুপ্রেরণা।
৪ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ১২ টায় উলিপুর মরিয়ম চক্ষু হাসপাতালের উদ্যোগে হাসপাতাল প্রাঙ্গণে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও সাদা ছড়ি বিতরণী অনুষ্ঠানে বক্তব্য এ কথা বলেন, ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. রেয়ান আনিস ইসলাম।
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ২০২৫ উপলক্ষে মরিয়ম চক্ষু হাসপাতালের উদ্যোগে এ হুইল চেয়ার ও সাদাছড়ি বিতরণ করা হয়েছে।
তিনি আরো বলেন, প্রতিবন্ধী বন্ধুদের মুখে হাসি ফোটাতে ও তাদের পাশে দাঁড়াতে আমাদের এই আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকবে। অনুষ্ঠানে উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ হায়দার আলী মিঞা, মরিয়ম চক্ষু হাসপাতালের পরিচালক ফয়জুল আলম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ওবায়দুর রহমান বুলবুল, ডাঃ সুদীপ কুমার বোস, ডাঃ শামীমসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।