প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২৫, ১২:৭

মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ মোট ৩০ বাংলাদেশিকে দেশে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বুধবার (৩ ডিসেম্বর) ভোররাতে এ ঘটনা ঘটে। পুশইন হওয়া ব্যক্তিদের মধ্যে ১৬ জন পুরুষ, ১০ জন নারী এবং ৪ শিশু রয়েছে। তারা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা বলে জানা গেছে।
