আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে কুমিল্লাকে বিভাগ হিসেবে ঘোষণার দৃঢ় প্রতিশ্রুতি দিয়েছে ১১ দলীয় জোট। জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় গেলে এক মাসের মধ্যেই কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা হবে।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে কুমিল্লার দেবীদ্বার নিউমার্কেটের জুলাই শহীদ সাব্বির চত্তরে গণভোটের পক্ষে আয়োজিত পদযাত্রার পথসভায় সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র মুখ্য সংগঠক আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এসব কথা বলেন।
তিনি বলেন, “যখন আমি দায়িত্বে ছিলাম, কুমিল্লার উন্নয়নের জন্য কাজ করেছি। কুমিল্লাকে বিভাগ করার জন্য গত দেড় বছরে প্রয়োজনীয় সকল প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এখন শুধু একটি ঘোষণা বাকি। যে দলই ক্ষমতায় আসুক, কুমিল্লাকে বিভাগ ঘোষণা করতেই হবে।”
আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া অভিযোগ করেন, শেখ হাসিনার কুমিল্লাকে নিয়ে এক ধরনের কস্ট ছিল। সে কারণে কুমিল্লার উন্নয়নে নতুন কোনো প্রকল্প নেওয়া হয়নি, বরং চলমান প্রকল্পও বন্ধ করে দেওয়া হয়েছিল। পাকা রাস্তা ভেঙে অনেক স্থানে আবার মাটির রাস্তায় পরিণত হয়েছে।
তিনি আরও বলেন, গত ১৭ বছরে গুম, খুন, নির্যাতন, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দুর্নীতিসহ নানা নিপীড়নের শিকার হয়েছে দেশের মানুষ। এমনকি গত ১৭ মাসে ক্ষমতায় না থেকেও একটি দলের কাছ থেকে আবারও নিপীড়নের শিকার হয়েছে জনগণ। তাই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আগামী ১২ ফেব্রুয়ারি গণভোটে ১১ দলীয় জোটের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান তিনি।
পথসভায় আরও বক্তব্য রাখেন এনসিপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহ্বায়ক মনিরা শারমিন, কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের জামায়াত প্রার্থী ইউছুফ হাকিম সোহেল, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় আহ্বায়ক তরিকুল ইসলাম, কুমিল্লা (উত্তর) জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহিদ ও এনসিপি দেবীদ্বার উপজেলা প্রধান সমন্বয়ক জাহাঙ্গীর আলম।
পদযাত্রাস্থলে সেনা, র্যাব, পুলিশ ও আনসার সদস্যদের কঠোর নিরাপত্তা ব্যবস্থা দেখা যায়।