প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২৫, ১০:৪৬

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় চলতি রবি মৌসুমে যখন কৃষকরা গম, ভুট্টা ও সরিষার বাম্পার চাষে ব্যস্ত সময় পার করছেন, ঠিক সেই মুহূর্তে ডিলারদের পর্যাপ্ত সার মজুত না থাকায় সার সংকটে পড়তে হচ্ছে তাদের। প্রয়োজনীয় সার না পেয়ে কৃষকদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও উত্তেজনা তৈরি হয়। এর মধ্যেই মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে সার বিতরণ কেন্দ্রে ঘটে মারাত্মক এক হামলার ঘটনা। সার বিতরণের দায়িত্বে থাকা কৃষি উপ-সহকারী কর্মকর্তা আকতার হোসেনকে বেধড়ক মারধর করা হলে তার দাঁত ভেঙে যায় এবং তিনি গুরুতর আহত হন।
