প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ১৭:৮

ঝালকাঠির রাজাপুরে এইচএসসি ও আলিম পরীক্ষায় এ প্লাস ও এ গ্রেড অর্জনকারী দেড় শতাধিক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্যারিয়ার কাউন্সেলিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় রাজাপুরের বাইপাস মোড় এলাকায় ব্যারিস্টার মঈন ফিরোজীর স্থানীয় কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবিধান সংস্কার কমিটির সদস্য ও বিএনপি নেতা ব্যারিস্টার মঈন ফিরোজী এবং ফৌজিয়া সামাদ ফাউন্ডেশনের চেয়ারম্যান সাবরিনা সামদ ফিরোজী এই উদ্যোগ গ্রহণ করেন।
