
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ১৬:৩৪

রাজবাড়ীর গোয়ালন্দে সরকার-নিযুক্ত বিসিআইসি ডিলারদের বিরুদ্ধে ডিএপি সারের দাম বাড়িয়ে বিক্রি, অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ উঠেছে। অনুসন্ধানে জানা গেছে, সরকার নির্ধারিত কৃষক পর্যায়ের ডিএপি সারের মূল্য প্রতি কেজি ২১ টাকা, অর্থাৎ ৫০ কেজির একটি বস্তা ১ হাজার ৫০ টাকায় বিক্রি করার নিয়ম রয়েছে। কিন্তু বিসিআইসি ডিলাররা খুচরা বিক্রেতাদের কাছে একই সার প্রতি বস্তা ১৩৫০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত বিক্রি করছেন। এতে কৃষকদের উপর আর্থিক চাপ বাড়ছে।
