মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পর্যটন শিল্পের উৎকর্ষ সাধনে পর্যটন সাংবাদিকতার ভুমিকা' শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (২১ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ট্যুরিজম বোর্ডের পরিচালক সালেহা বিনতে সিরাজ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন এর সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন বোর্ডের উপ-পরিচালক মহিবুল ইলাম, শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহিবুল্লাহ আকন প্রমুখ।