প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ১৮:১২

বরিশাল-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী সাকুরা পরিবহনের বাস উল্টে পড়ে ১৩ জন যাত্রী আহত হয়েছেন। বুধবার (১৯ নভেম্বর) বিকেল তিনটার দিকে গৌরনদী বাসস্ট্যান্ড সংলগ্ন দক্ষিণ পাশে হলি কেয়ার ক্লিনিকের নিকটে এ দুর্ঘটনা ঘটে। আকস্মিক পরিস্থিতিতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাঁদে পড়ে গেলে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।
