মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হাজী সোনা মিয়া সুরজান বিবি আলিয়া মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে কালিঘাট রোডস্থ হাজী সোনা মিয়া সুরজান বিবি আলিয়া মাদ্রাসা ক্যাম্পাসে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহীরঅফিসার মোঃ ইসলাম উদ্দিন।
মাদরাসার প্রিন্সিপাল মোঃ এহসানুল হকের সভাপতিত্বে ও রেজিস্ট্রার সাদিকুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দিলীপ কুমার বর্ধন, শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, কুঞ্জবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. একরামুল কবীর।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, দৈনিক আমার দেশ এর শ্রীমঙ্গল প্রতিনিধি গোলাম কিবরিয়া জুয়েল, দৈনিক মানব কণ্ঠের শ্রীমঙ্গল প্রতিনিধি মোহাম্মদ আল-আমিন, দৈনিক মানব জমিন এর শ্রীমঙ্গল প্রতিনিধি জামাল হোসেন, দেনিক সংবাদ প্রতিদিনের শ্রীমঙ্গল প্রতিনিধি ইমরান হোসেন।
মাদরাসার সহকারী শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন আলী আহমদ, হাবিবুর রহমান, মোস্তাফিজুর রহমান ও মাহমুদুল হাসান নাঈম।
অনুষ্ঠানে বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মাদরাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ শাহিন আহমদ জানান, মানসম্মত ও প্রতিযোগিতামূলক শিক্ষা ব্যবস্থায় সমাজের সকল শ্রেণি পেশার মানুষের কাছে দ্বীনি ও আধুনিক শিক্ষা পৌঁছে দিতে প্রতিষ্ঠিত হয়েছে হাজী সোনা মিয়া সুরজান বিবি আলিয়া মাদ্রাসা। আমরা চাই আপনার সন্তান আধুনিক ও দ্বীনি শিক্ষায় আলোকিত শিক্ষার্থী হবে এবং দেশের কল্যাণে কাজ করবে। আর্থিকভাবে অসচ্ছল কিন্তু শিক্ষার প্রতি আগ্রহী শিক্ষার্থীদের জন্য রয়েছে সর্বোচ্চ সুযোগ সুবিধা। আল্লাহর সন্তুষ্টি অর্জনই আমাদের একমাত্র লক্ষ্য।