প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ১৬:৫৯

কুমিল্লার দেবীদ্বারে মালবাহী ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশার যাত্রী ও মাছ ব্যবসায়ী রবিউল হাসান (৩০) নিহত হয়েছেন। বুধবার (২৯ অক্টোবর) সকাল আনুমানিক ৬টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ নারায়নপুর (ছয়গুরা) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রবিউল ইউছুফপুর ইউনিয়নের পীর মহেশপুর গ্রামের মো. শাহ আলমের ছেলে এবং তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় বাজারে মাছ ব্যবসা করতেন।
