প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ১৬:১৯

বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের দড়িকর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইটি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত আনুমানিক ৮টার দিকে সরদার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ইমরান সরদারের তালাবদ্ধ ঘর থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। ঘটনার সময় ঘরের সদস্যরা বাইরে অবস্থান করায় ঘরটি তালাবদ্ধ ছিল। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট কিংবা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে আগুনের সৃষ্টি হতে পারে।
