রাজবাড়ীর গোয়ালন্দে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রোগীদের মধ্যে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দিবসটি উপলক্ষে জাতীয়তাবাদী যুবদল গোয়ালন্দ উপজেলা শাখার আয়োজনে দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রোগীদের মধ্যে উন্নত মানের খাবার বিতরণ করা হয়। খাবার বিতরণে নেতৃত্ব দেন উপজেলা যুবদলের সদস্য সচিব মো. সানোয়ার আহম্মেদ। পরে বিকেল ৩ টায় গোয়ালন্দ বাজারে অবস্থিত বিএনপির অস্থায়ী কার্যালয় হতে দলীয় নেতৃবৃন্দ একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি গোয়ালন্দ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রা ও আলোচনা সভায় উপজেলা যুবদলের সদস্য সচিব সানোয়ার আহমেদ এর সভাপতিত্বে এবং পৌর যুবদলের সদস্য সচিব কামরুজ্জামান কামরুলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ নিজাম উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক মো. মোশাররফ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ আমজাদ হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মজিবর রহমান মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু সাঈদ মন্ডলসহ উপজেলা পৌর ও ইউনিয়ন বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ।