প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ১৮:১৪

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার সেনেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান চলায় শিক্ষার্থীদের উপস্থিতি আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে। বিদ্যালয়ের দুই কক্ষবিশিষ্ট প্রধান ভবনের দেয়ালজুড়ে বড় বড় ফাটল দেখা দিয়েছে, ছাদের প্লাস্টার খসে পড়ছে এবং যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সম্প্রতি পাঠদান চলাকালে ছাদের ফ্যান খুলে পড়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফজলুল হক আহত হন। এ ঘটনার পর ভবনটি কার্যত পরিত্যক্ত ঘোষণা করা হয়।
