বাংলার অবিসংবাদিত নেতা শের-ই-বাংলা একে ফজলুল হকের ১৫২তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীতে তার মাজার প্রাঙ্গণে আয়োজন করা হয় স্মরণসভা ও আলোচনা অনুষ্ঠান।
রোববার (২৬ অক্টোবর) সকালে শের-ই-বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান একে ফাইয়াজুল হক রাজু এবং সঞ্চালনা করেন ভাইস চেয়ারম্যান সৈয়দ নূর নবী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব মারগুব মুরশিদ ও সিরাজুদ্দীন আহমেদ, শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমডি আবদুল লতিফসহ বিশিষ্ট শিক্ষাবিদ ও ব্যক্তিত্বরা।