দিনাজপুরের বিরামপুরে বরগুনা ও বরিশালের দুই শীর্ষ আওয়ামী লীগের নেতাকে গ্রেপ্তার করেছে বিরামপুর থানা পুলিশ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে উপজেলার ভেলারপার ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন বরগুনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল আজাদ রিপন (৪৮) এবং বরিশালের উজিরপুর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুল রহমান ইকবাল (৫৪)। মাহমুদুল আজাদ রিপন বরগুনা পৌরসভার চরকলোনী এলাকার মো. আজাহার আলীর ছেলে এবং হাফিজুল রহমান ইকবাল বরিশালের কেশবকাবী গ্রামের মৃত রফিজ উদ্দিনের ছেলে।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ রাতে ভেলারপার ব্রিজ এলাকায় পৌঁছে দুই নেতাকে উদ্ধার করে। পরে ৫৪ ধারায় তাদের গ্রেপ্তার করে।
ওসি জানান, “গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। তদন্ত শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” তবে গ্রেপ্তারের সুনির্দিষ্ট কারণ বা অভিযোগের বিস্তারিত তথ্য পুলিশ সরাসরি জানায়নি।
স্থানীয় রাজনৈতিক মহলের মধ্যে এই গ্রেপ্তারি ঘটনা নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, স্থানীয় পর্যায়ে রাজনৈতিক নিয়ন্ত্রণ এবং দলের শৃঙ্খলা রক্ষার জন্য এমন পদক্ষেপ নেওয়া হতে পারে।
গ্রেপ্তার হওয়া দুই নেতা বরিশালা ও বরগুনা জেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদাধিকারী। তাদের দীর্ঘদিনের রাজনৈতিক প্রভাব এবং স্থানীয় নেতৃত্বের কারণে এই গ্রেপ্তারি খবর জনগণ ও রাজনৈতিক মহলে সরব প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।