স্থানীয় সূত্রে জানা যায়, লক্ষ্মীপুরগামী আজাদ পরিবহনের একটি বাস গ্যাস নিতে স্টেশনে আসে। গ্যাস ভরার সময় হঠাৎ সিলিন্ডার বিস্ফোরিত হয়ে তীব্র শব্দে আশপাশের এলাকা কেঁপে ওঠে। এতে তিনজন অটোরিকশা চালকসহ চারজন আহত হন। বিস্ফোরণে একটি সিএনজি চালিত অটোরিকশা ও বাসের জানালার কাচ ভেঙে যায়।
চৌমুহনী ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক তদন্তে জানা গেছে, বাসের গ্যাস সিলিন্ডারটি নিম্নমানের হওয়ায় এ বিস্ফোরণ ঘটে থাকতে পারে।
বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহরিয়ার কামাল বলেন, “বাস গ্যাস নিতে এলে হঠাৎ বিস্ফোরণ ঘটে। আহতরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। বাসটি জব্দের প্রক্রিয়া চলছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়দের অভিযোগ, ফিলিং স্টেশনে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এমন দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে।