নোয়াখালীর কোম্পানীগঞ্জে সম্পত্তি নিয়ে দুই ছেলের বিরোধের জেরে মায়ের মরদেহ ২০ ঘণ্টা দাফন না করে আটকে রাখার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শাহজাদপুর গ্রামের এনু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আমেনা বেগম (৬৫) ওই গ্রামের মৃত মাওলানা সেলামত উল্ল্যাহর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, মৃত্যুর আগে আমেনা বেগম তার ছোট ছেলে সাইফুল্লাহর নামে কিছু জমি রেজিস্ট্রি করে দেন। এতে বড় ছেলে নজিব উল্ল্যাহ ক্ষুব্ধ হন। বুধবার সন্ধ্যায় আমেনা বেগম বেগমগঞ্জ উপজেলায় মেয়ের বাড়িতে মারা যান। পরদিন দাফনের জন্য মরদেহ গ্রামের বাড়িতে আনা হলে দুই ভাইয়ের মধ্যে সম্পত্তি নিয়ে বাগবিতণ্ডা শুরু হয়।