রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে আড়াই লাখ বর্গমিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করেছে নৌ পুলিশ। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহার নেতৃত্বে এ অভিযানে কলাবাগান এলাকা থেকে মালিকবিহীন বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল নৌপুলিশ ফাঁড়ির সামনে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাহিদুর রহমান উপস্থিত ছিলেন।
ত্রিনাথ সাহা বলেন, “দেশীয় প্রজননের মাছ রক্ষার্থে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। আজ পদ্মা নদীতে অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছি। জেলেদের প্রতি আহ্বান—এই ধরনের নিষিদ্ধ জাল যেন আর ব্যবহার না করে।”