প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৮
ফেনীর দাগনভূঞায় বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বুধবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের গোডাউন রোড এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১১ হাজার পিস ইয়াবা, মাদক বিক্রির ৫ লাখ ৭০ হাজার টাকা, একটি মোটরসাইকেল এবং চারটি মোবাইল সেট জব্দ করা হয়। বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী জেলা ডিএনসির সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ।